ন্যাভিগেশন মেনু

বুলবুল আহমেদ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
বুলবুল আহমেদ
Mar 09, 2024

কৃষি

মান্দায় সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময়

মান্দায় সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময়

নওগাঁর মান্দায় বোরো মৌসুমের  ফসল উৎপাদনের জন্য সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময় করেছেন সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন। শনিবার (৯ মার্চ) সকালে  উপজেলার বান্দাইপুর মৌজায় অবস্থিত গভীর নলকুপের সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময় করেন।জানাগেছে, গত আমন মৌসুমে (২০২৩ সনে) বান্দাইপুর মৌজায় অবস্থিত গভীর নলকুপটি নষ্টের কারণে ফসল উৎপাদন বিঘিœত হচ্ছিল। এমন অবস্থায় জনস্বার্থে সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন নিজ উদ্যোগে গভীর নলকুপটির মটর মেরামত বাবদ ৩০ হাজার টাকা খরচ করেন। এবারে চলতি বোরো মৌসুমে (২০২৪ সনে) নতুন করে ট্রান্সমিটার বাঁধায় ও মেরামত বাবদ ৯৯ হাজার ৫ শত ১৫ টাকা ব্যয় করেন তিনি। এই চলতি মৌসুমে কিভাবে গভীর নলকুপটির সেচ কার্যক্রম পরিচালনা করলে কৃষকেরার  সুযোগ সুবিধা পাবে তা নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন। মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষক তাছির উদ্দীন মন্ডল, প্রভাষক আলতাব হোসেন, কৃষক সিদ্দিকুর রহমান,তাছের উদ্দিন,খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন,আব্দুল হাকিম,আব্দুল জলিল ও আব্দুস ছামাদসহ প্রায় অর্ধ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।...


Nov 29, 2023

রাজনীতি,জেলার খবর

মান্দায় আধিপত্য ধরে রাখতে  বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

মান্দায় আধিপত্য ধরে রাখতে বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-৪৯,মান্দা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য মুহা.ইমাজ উদ্দিন প্রামানিক ও তার জ্যৈষ্ঠ পুত্র শেফায়েত জামিল প্রামাণিক সৌরভ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহের পর মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলামের বাসায় সতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থাকার কথা জানান। এসময় বাবা ছেলে দুইজনেই সেখানে উপস্থিত ছিলেন। জানাগেছে,শেফায়েত জামিল প্রামাণিক সৌরভ দীর্ঘ ২৯ বছর ধরে আমেরিকায় বসবাস করে আসছিলেন। হঠাৎ করে তিনি দেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হন।এরপর বাবা ও ছেলে দুজনেই দলের নিয়মনুযায়ী নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেন। এই আসন থেকে মোট ১৩ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।১৩ জন নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই অন্তে এ্যাড. নাহিদ মোর্শদ বাবুকে মনোনিত করেন মনোনয়ন বোর্ড। প্রবীণনেতা নৌকার মাঝি হতে না পেরে তাদের  আধিপত্য ধরে রাখতে সতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য ও তার ছেলে মনোনয়ন সংগ্রহ করেছেন বলে অনেকে মন্তব্য করেন।আরো জানাগেছে,জননেতা  মুহা.ইমাজ উদ্দিন প্রামানিক গত ২০০৮ সালে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে বিজয় লাভ করেন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে তিনি নৌকা প্রতিকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে তার নির্বাচনী এলাকায় যাওয়া আসা বন্ধ করে দেন।যার কারণে সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন কাজে শুরু হয় স্বজনপ্রীতি। স্বজনপ্রীতির অংশ হিসাবে একই ব্যক্তিকে বারবার প্রকল্প দিয়ে উন্নয়নের নামে করেছেন হরিলুট।যার কারণে ত্যাগী নেতাকর্মীরা হয়েছেন বঞ্চিত।সে সময়ে উপজেলার কিছু নেতা প্রকল্পের গমচাল সিন্ডিকেট হয়েছেন কোটিপতি।উপজেলার অফিস পাড়া,খাদ্য গুদাম,বরেন্দ্র সেচ প্রকল্প,পল্লী বিদ্যুত অফিস, কৃষি অফিসসহ সর্বক্ষেত্রেই দূর্নীতির শক্ত সিন্ডিকেট করেছেন। যা দেখেও ব্যবস্থা নেননি তিনি। দূর্নীতিবাজরা নিরাপদ আশ্রয়ে কাজ করে গেছেন সেই সময়ে। এমন কি অসাধু কর্মকর্তা কর্মচারী সকলে দুর্নীতি করে পার পেয়ে গেছেন।তারপরও কোন ব্যবস্থা হয়নি।জোতবাজার খেয়াঘাটে সেতু নিমার্ণের জন্য কয়েক দফা মেয়াদ উত্তীর্ণ হলেও সম্পূর্ণ হয়নি সেতুর কাজ। জোতবাজার ত্রিমোহনী থেকে জোকাহাটের বন্যা কবলিত রাস্তাটি ৫ বছরেও সংস্কার হয়নি। লোটপাটের টুকরো টুকরো বরাদ্দে জোকাহাটের পাকা রাস্তাটি কাচায় রাস্তা পরিণত হয়েছে। ফলে স্বস্থির পরিবর্তে বেড়েছে ভোগান্তি।নৌকায় মনোনয়ন না পেয়ে পরিবারের...