NAVIGATION MENU

শিল্প ও সাহিত্য

বুকার পুরস্কার জিতেছেন ডগলাস স্টুয়ার্ট

বুকার পুরস্কার জিতেছেন ডগলাস স্টুয়ার্ট

৪৪ বছর বয়সি স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট এ বছর বুকার পুরস্কার জিতেছেন। প্রথম উপন্যাস শুগি বেইন-এর জন্য এ পুরস্কার পেলেন তিনি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লন্ডনে তার নাম ঘোষণা করা হয়। দ্বিতীয় স্কটিশ হিসেবে ৫০ হাজার ডলারের এই পুরস্কার পেলেন তিনি।ঘটনা বিগত শতাব্দীর আটের দশকের। স্কটল্যান্ডে এক মদ্যপ মা ও তার ছেলে শুগির কাহিনী ফুটে উঠেছে এই আত্মজীবনীমূলক উপন্যাসটিতে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, উপন্যাসটিতে লেখকের নিজের জীবনের ওপর ভিত্তি করে গল্প তুলে ধরা হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে আশির দশকের...

২০ নভেম্বর, ২০২০