ন্যাভিগেশন মেনু

'চীনের করোনা প্রতিরোধনীতি কার্যকর ও বিজ্ঞানসম্মত’


সম্প্রতি চীনের ‘গতিশীল শূন্য নীতি’ নিয়ে অস্ট্রিয়ার রাজনীতিবিদরা যে মন্তব্য করেছেন, তাকে বাস্তবতাবিবর্জিত এবং অপমানসূচক বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন।

মঙ্গলবার (১০জানুয়ারি) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “করোনার প্রকোপ নিয়ে রাজনীতি করা বিজ্ঞানের পরিপন্থী। কিছু লোক চীনের ব্যাপারে অন্যায্য কথা বলেন। তার দৃঢ় বিরোধিতা করে চীন।”

ওয়ান ওয়েন বিন বলেন, চীনের করোনাভাইরাস প্রতিরোধনীতি কার্যকর ও বিজ্ঞানসম্মত, যা চীনের সামাজিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তিনি বলেন, অতীতে ‘গতিশীল শূন্য নীতি’তে অবিচল থাকার কারণে চীন ডেল্টাসহ মারাত্মক ভাইরাস এড়াতে সক্ষম হয়েছে, সর্বত্র গুরুতর আক্রান্ত ও মৃত্যের সংখ্যা কমিয়ে এনেছে এবং চীনা জনগণের নিরাপত্তা ও সুস্থতা সর্বত্র সুনিশ্চিত করেছে।

ওয়াং ওয়েন বিন আরও বলেন, গতিশীল নীতিতে অটল থাকার কারণে ব্যাপক টিকাদান সম্ভব হয়েছে। গত ৪ জানুয়ারি পর্যন্ত চীনে মোট ৩৪৮ কোটি ডোজ টিকাদান হয়েছে, যা মোট জনসংখ্যার ৯২.৯ শতাংশ।

তিনি আরও বলেন, গতিশীল নীতিতে অটল থাকার কারণে ২০২০ সালে চীন বিশ্বের প্রথম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশ হতে পেরেছিল। গত তিন বছরে চীনের অর্থনীতির বার্ষিক প্রবৃদ্ধি গড়ে ৪.৫ শতাংশ বজায় ছিল, যা সারা বিশ্বের তুলনায় বেশি।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্বব্যাপী করোনা প্রকোপের গুরুতর পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরোধ কাজে চিকিত্সা সামগ্রীসহ দৃঢ় নিশ্চয়তা প্রদান করেছে এবং বিশ্ব শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতার জন্য অপরিহার্য ভূমিকা পালন করেছে বেইজিং। - সূত্র: সিএমজি