ন্যাভিগেশন মেনু

`সৌদি-ইরান সংলাপ বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নের সফল অনুশীলন’


মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বেইজিংয়ে সৌদি আরব ও ইরানের সংলাপ হলো বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নের সফল অনুশীলন।

চীনা মুখপাত্র বলেন, তাদের সংলাপ থেকে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে যে শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তা সাধন করা হলো এই অঞ্চলে বিভিন্ন দেশের সাধারণ ইচ্ছা।

তিনি আরও বলেন, বেইজিংয়ে সৌদি এবং ইরানের সংলাপ দেশ দুটির সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় উন্মোচন করেছে। তা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের জন্য পথ খুলে দিয়েছে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে দেশের সঙ্গে দেশের দ্বন্দ্ব ও মতভেদ সমাধানে দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, “সমস্যা যতই জটিল হোক এবং চ্যালেঞ্জ যতই তীব্র হোক না কেন-যদি আমরা পারস্পরিক শ্রদ্ধার চেতনায় সমান তালে সংলাপ করি, তাহলে অবশ্যই উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাব।”

তিনি বলেন, চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নে তার অবদান অব্যাহত রাখবে। চীনের প্রস্তাবগুলো উত্থাপন করবে এবং দায়িত্বশীল বড় রাষ্ট্র হিসেবে চীনের ভূমিকা পালন করবে। - সূত্র: সিএমজি