ন্যাভিগেশন মেনু

নানিয়ারচরে ‘গুলিযুদ্ধে’ ইউপিডিএফ সদস্য নিহত


রাঙামাটির নানিয়ারচরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘গুলিযুদ্ধে’ নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা (৩৫) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের ১৯ মাইল এলাকায় এ গুলিযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর একটি টহল দল বৃহস্পতিবার দুপুরে সাবেক্ষং ইউনিয়নের দিকে যাওয়ার সময় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে এতে ঘটনাস্থলে ইউপিডিএফের সশস্ত্র সদস্য নয়ন চাকমা নিহত হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি রাইফেল, একটি রিভলভার, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড তাজাগুলি, একটি গুলির খোসাসহ চাঁদাবাজির ১৮ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

নানিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, 'মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।'

এডিবি/