ন্যাভিগেশন মেনু

অনলাইনে ক্লাস কার্যক্রম চালানোর জন্য মাউশির নির্দেশ


করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সংক্রমণ ঠেকাতে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। তাই অনলাইনে দেশের সব সরকারি কলেজের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১৮ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নিজস্ব ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করে।

নির্দেশনায় বলা হয়েছে, এই করোনাকালীন পরিস্থিতিতে দেশের নির্বাচিত ২৪টি সরকারি কলেজের অধ্যক্ষদের অনলাইনে ক্লাস নেওয়া, ভিডিও নির্মাণ ও চ্যানেলে আপলোড করাসহ অন্য বিষয়ে ব্যবস্থা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দিষ্ট ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বৈশ্বিক সংকট করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে উচ্চ মাধ্যমিকসহ ডিগ্রি ও অনার্স কোর্সের সব শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যার জন্য এই অনলাইন কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে অনলাইন ক্লাসের ক্ষেত্রে কোনও প্রকার ধর্মীয় উস্কানিমূলক, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংলাপ, ছবি বা কনটেন্ট ব্যবহার করা যাবে না।

এছাড়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কোনও কর্মকাণ্ড, প্রচারণা ও উপস্থাপনা যাতে না থাকে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডবিরোধী কোনও বক্তব্য সংলাপ, ছবি ও কনটেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে এই অনলাইন ক্লাস কার্যক্রমে।

ওয়াই এ/ এডিবি