ন্যাভিগেশন মেনু

অন্তঃসত্ত্বাদের করোনা টিকা দিতে পরামর্শক কমিটির সুপারিশ


অন্তঃসত্ত্বাদের করোনার টিকা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত জাতীয় টিকা পরামর্শক কমিটি। সেইসঙ্গে দুধ পান করানো মায়েদেরও টিকা দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ (নাইট্যাগ)।

সোমবার (২ আগস্ট) এই সিদ্ধান্ত দেওয়া হয়।

পরামর্শক কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের টিকা দেওয়া যেতে পারে। এ সংক্রান্ত মতামত রেখেছি।' 

'সরকার নিজেই চাচ্ছিল তাদের টিকা দেওয়ার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় বলেছিল - আমরা দিতে চাই; নাইট্যাগের কাছে পরামর্শ চাচ্ছি। নাইট্যাগ প্রথম থেকে মন্ত্রণালয়, অধিদপ্তরকে করোনা টিকার ব্যাপারে পরামর্শ দিয়ে আসছি। আমরা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আমরা মতামত দিই; উনারা সুবিধা-অসুবিধা দেখে উনাদের মতো করে সিদ্ধান্ত নেন।' বলেন বে-নজীর আহমেদ।

বে-নজীর আহমেদ বলেন, 'স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায়, টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও এসেছিলেন আমাদের সভায়। তিনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করেছেন। সেখানে তিনি গর্ভবতী ও দুধপান করানো মায়েদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরেন। তার আলোকে আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করানো এমন মায়েদের করোনার টিকা দেওয়া যাবে।'

এর আগে অন্তঃসত্ত্বাদের টিকা দেওয়ার বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট ঘোষণা আসা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন হাইকোর্ট। সে জন্য অ্যাটর্নি জেনারেলকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরের সাথে যোগাযোগ করতে বলা হয়।

অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের শুনানিতে  বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার এ মৌখিক আদেশ দেন।

এডিবি/