ন্যাভিগেশন মেনু

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু জুনে


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২১ সালের জুনে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের মূল আসর মাঠে গড়ানোর আগেই শুরু হবে এই বাছাইপর্ব।

রবিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইসিসি।

বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল। এর মধ্যে ২০২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ১১টি দল সরাসরি অংশ নেবে। এই ১১টি দল হলো - স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। বাকি ৫ স্থানের জন্য লড়াই করবে ৩৩টি দল।

বিবৃতিতে জানানো হয়েছে, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের দলগুলোর শক্তিমত্তা বেশি থাকায় এই দুই মহাদেশে দুই ডিভিশনে ভাগ করে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আবার দুই আমেরিকা, পুর এশিয়া অঞ্চলের দেশ (ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু এবং জাপান) এবং ইউরোপীয় অঞ্চলের ক্ষেত্রে এক ডিভিশনের বাছাই হবে।

আফ্রিকা, ইউরোপ, পূর্ব এশিয়া, দুই আমেরিকা এবং এশিয়া অঞ্চলের বাছাইপর্বের আয়োজক হিসেবে যথাক্রমে নাইজেরিয়া, স্কটল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের নাম ঘোষণা করা হয়েছে।

সিবি/এডিবি