ন্যাভিগেশন মেনু

কৃষক বিক্ষোভে ভারতে ২৫ জনের প্রাণহানি


ভারতের কৃষকদের সরকারবিরোধী বিক্ষোভে তীব্র ঠাণ্ডাসহ নানা কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। রাজধানী নয়াদিল্লির সীমান্ত এলাকায় অবস্থান ধর্মঘট পালন করছেন কৃষকরা। ট্রাক্টর এবং ট্রেইলার পাশাপাশি রেখে তীব্র শীত উপক্ষা করে উত্তর ভারতের ক্যাম্পে এবং বাইরে বিক্ষোভ করছেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ অবস্থায় সুর নরম করে বিক্ষোভরত কৃষকদের আবারও আলোচনার আহ্বান জানিয়েছেন।

ভারতীয় সরকার গত সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন পাস করেন। ২৬ নভেম্বর আইন বাতিলের দাবিতে আন্দোলনে নামেন লাখ লাখ কৃষক। বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের অধিকাংশের বয়স ৬০ বা তার বেশি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) আল জাজিরাকে উত্তরাঞ্চলীয় হারিয়ানা রাজ্য পুলিশের মহাপরিচলক মানোজ ইয়াদভ বলেন, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫ জন কৃষকের মৃত্যু হয়েছে। দু’দিন আগে একজন আত্মহত্যা করেন। ১৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাকিরা ঠাণ্ডা এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, পাঞ্জাব এবং দিল্লি থেকে বিক্ষোভে অংশ নিতে আসার সময় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে।

কৃষক আন্দোলনের নেতা দারশান পাল আল জাজিরাকে বলেন, মৃতের সংখ্যা অন্তত ৩৫। কালো কৃষি আইনের প্রতিবাদ করে তারা জীবন দিয়েছেন। নতুন আইনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং বড় ব্যবসায়ীরা লাভবান হবে বলে কৃষকদের অভিযোগ।

সিবি/এডিবি