ন্যাভিগেশন মেনু

অর্ধশত বছর ধরে পানি ও কাঁদা ভেঙ্গে চলছেন মায়ারামবাসী


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মায়ারাম গ্রামের বাসিন্দাদের দীর্ঘ ৫০ বছর যাবত বারো মাস পানি আর কাঁদা ভেঙ্গে চলেছেন। এই গ্রামে দীর্ঘদিনেও নির্মিত হয়নি কোনও রাস্তা। বছরের যে কোনও মৌসুমে হাটু সমান পানি ও কাদা ভেঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের।

জনপ্রতিনিধিদের আশার বানীতে যুগের পর যুগ রাস্তা নির্মিত না হওয়ায় ক্ষোভ ও কষ্টে গ্রামবাসী রাস্তার উপর ধানের চারা রোপণ করেছেন।

কাঁঠালিয়া উপজেলার ৪নং কাঠালিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মায়ারাম গ্রামটি দীর্ঘ ৫০ বছরেও রাস্তাঘাটসহ কোনও প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানকার মানুষের জীবনযাত্রা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যুগ যুগ ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা গ্রামবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও এ দুর্ভোগের সমাধান হয়নি।

প্রায় অর্ধসহাস্রাধিক লোকের বসবাস এ মায়ারামে। প্রতিদিন বহু শিক্ষার্থীকে এই রাস্তা দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অবর্ননীয় দূর্ভোগ উপেক্ষা করে নারী, শিশু ও রোগীদের চলাচল করতে হচ্ছে।

গ্রামবাসী ক্ষোভে ও কষ্টে এ বছর পানি নিমিজ্জিত এই রাস্তায় ধানচাষ করেছেন। তাদের দাবি, অল্প সময়ের মধ্যে রাস্তাটি নির্মাণ করে এলাকাবাসীকে পানিবন্ধি থেকে মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার জানান, দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তাটি নির্মাণ করাসহ ওই গ্রামের উন্নয়নের আশ্বাস দিয়েছেন।

৮নং ওয়ার্ডের সদস্য মোঃ ফয়সাল আহমেদ মিঠু বলেন, পানিতে নিমিজ্জিত মায়ারাম গ্রামের সমস্যার সমাধান ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা সম্ভব, আমরা অল্প সময়ের মধ্যেই এর সমাধানের চেষ্টা করবো।

এএস/সিবি/এডিবি/