ন্যাভিগেশন মেনু

অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ট্রায়াল ফের শুরু


যুক্তরাষ্ট্রে আবারও করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন।  প্রতিষ্ঠান দুটি চূড়ান্ত ধাপের পরীক্ষামূলক প্রয়োগে পৌঁছেছে।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ'র অনুমোদনের পর শুক্রবার থেকে ভ্যাকসিন দুটির ট্রায়াল আবারও শুরু হয়েছে। স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়ায় গত ৬ই সেপ্টেম্বর থেকে বিশ্বব্যাপী ট্রায়াল স্থগিত করে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

এরপর ধীরে ধীরে ব্রিটেন, সাউথ আফ্রিকা, ব্রাজিল ও জাপানে আবারও শুরু হয় ভ্যাকসিনটির ট্রায়াল। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যৌথ গবেষণায় যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা।

এদিকে একই কারণে গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্রে স্থগিত হয় জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ট্রায়াল।

ওআ/