ন্যাভিগেশন মেনু

আগস্টেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা


আগামী আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকার বাইরে বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষার নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ জুন) ঢাবির সিনেট সভায় এ কথা জানান তিনি।

সভায় তিনি বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গত মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রথমবারের মতো ঢাকার বাহিরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উপাচার্য বলেন, এ পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্প খরচে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ও দুর্ভোগ কমবে।

তিনি আরও বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করার চিন্তা করছে। এজন্য একটি ডিজিটাল হাব তৈরির পরিকল্পনার করেছে ঢাবি।

সিনেট সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. মাকসুদ কামাল, স্পিকার নির্বাচিত জাতীয় সংসদের পাঁচজন সংসদ সদস্যসহ অন্যান্য সিনেট সদস্যরা । তবে এবার কোভিড পরিস্থিতির কারণে বেশ ক’জন সিনেট সদস্য অনলাইনে যোগ দেন।

সিবি / এস এস