ন্যাভিগেশন মেনু

আগামী গ্রীষ্ম পর্যন্ত করোনাভাইরাস থাকবে: ইমানুয়েল ম্যাক্রন


পরবর্তী গ্রীষ্মকাল (জুন-আগস্ট), অর্থাৎ আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ফ্রান্সকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে বলে মন্তব্য ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

রাজধানীর প্যারিসে একটি হাসপাতালে পরিদর্শনকালে তিনি একথা বলেন। খবর বিবিসি’র।

প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন, বিজ্ঞানীরা তাকে জানিয়েছেন আগামী গ্রীষ্মের আগ পর্যন্ত এই ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও ফ্রান্স নতুন করে পুরোপুরি বা আংশিক লকডাউনে যাবে কিনা তা এখন বলা যাচ্ছে না।

শুক্রবার ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪০ হাজারের বেশি মানুষ। অপরদিকে মারা গেছে ২৯৮ জন। শুধু ফ্রান্স নয় রাশিয়া, পোল্যান্ড, ইতালি এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।

ওআ/