ন্যাভিগেশন মেনু

আগামী ৬ জুন ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া


করোনাভাইরাসের প্রকোপ কমে অনেকটা স্বাভাবিক হয়েছে অস্ট্রেলিয়ার পরিস্থিতি। পুরোদেশ যখন স্বাভাবিক হতে চলেছে তখন ক্রিকেটেও স্বাভাবিক গতিতে ফিরতে যাচ্ছে দেশটি। আগামী ৬ জুন থেকে দেশটির উত্তরাঞ্চল ডারউইনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি লিগ।

এবারের টপ অ্যান্ড টি-টোয়েন্টি নামের এই লিগে অংশ নিচ্ছে ৮ টি দল। এই ডারউইনে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে।

লিগটিতে ডারউইন প্রিমিয়ার গ্রেড থেকে খেলবে ৭টি দল আর বাকি একটি দল এশিয়ান বংশোদ্ভূতদের নিয়ে গড়া। দলটি এশিয়ান বংশোদ্ভূতদের নিয়ে আয়োজিত ‘এশিয়া কাপ’ এর সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া।

৬ জুন থেকে শুরু হয়ে আগামী ৮ জুন পর্দা নামবে এই টুর্নামেন্টের। এই লিগের ম্যাচগুলো দেখাবে ‘মাই ক্রিকেট’ নামের ফেসবুক পেজ থেকে। লিগের ম্যাচগুলো দেখার জন্য স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে দর্শকদের।

এমআইআর/ এডিবি