ন্যাভিগেশন মেনু

আজও করোনায় ১১৪ জনের মৃত্যু, কমেছে শনাক্ত


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৯৬৬ জন।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬২৭ জনের এবং সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩৪৪টি এবং পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রামে ২৯ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ১৩ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৯ জন, রংপুরে ৬ জন এবং ময়মনসিংহে ৬ জন।

বয়স বিশ্লেষণে ২৪ ঘণ্টায় ৪০ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন মারা গেছেন।

এসএ/এডিবি/