ন্যাভিগেশন মেনু

নেদারল্যান্ডে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত


নেদারল্যান্ডে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 'শোনাবো বিজয়গাঁথা' শিরোনামে   বাংলাদেশ দূতাবাস (নেদারল্যান্ডস সময় বিকাল ০৫.০০ টায়) ৭০ মিনিট ব্যাপী ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ, ইতিহাস ও কৃষ্টি উপস্থাপন করেছে ডাচ নাগরিকদের কাছে। এরআগে সকালে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করেন।

দূতাবাস ভার্চুয়াল আয়োজনের শুরুতেই বাংলাদেশ-নেদারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট ছবি, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং  প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহের গুরুত্বপূর্ণ অংশসমূহ প্রদর্শণ করা হয়। একই সাথে নেদারল্যান্ডে মুজিব বর্ষ উদযাপনের কিছু ছবিও প্রদর্শিত হয়।

 এ আয়োজনে বাংলাদেশের শীর্ষ ব্যান্ড দল ‌‌“চিরকুট’ সঙ্গীত পরিবেশন করে। নেদারল্যান্ডে বসবাসরত দূতাবাস পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যগণ কবিতা আবৃত্তি করেন। দেশভাগের প্রেক্ষাপটে পুরষ্কার বিজয়ী শর্ট ফিল্ম ‘গল্প’ প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল বাংলাদেশের অকৃত্রিম, বিশিষ্ট ডাচ বন্ধুর বাংলাদেশ সম্পর্কে আন্তরিক অভিব্যক্তি প্রকাশ। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা গবেষক Prof. Willem van Schendel, দি হেগের প্রাক্তণ উপ-মেয়র Mr. Rabin Baldewsingh, Erasmus বিশ্ববিদ্যালয়ের Prof. Hubert Endtz, এবং বেসরকারী সংস্থা 'নিকেতন' এর প্রবক্তা  Ms. Antoinette Termoshuizen।

তাঁদের কথায়  বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা এবং বাংলাদেশের মানুষের সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততা তুলে ধরেন।

নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ তার বক্তব্যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ, বাংলাদেশ-নেদারল্যান্ড ইনভেস্টমেন্ট সামিট আয়োজন ও ডাচ বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে প্রথমবারের মত সম্প্রতি প্রকাশিত স্টাডি রিপোর্ট ইত্যাদি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি ও সক্ষমতা অর্জণ এবং চলমান উন্নয়ণের ধারার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে রাষ্ট্রদূত হামিদুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন।

অনুষ্ঠানে দূতাবাস প্রযোজিত 'Faces of Delta' ও 'Sandesh' শীর্ষক দু'টি প্রামাণ্যচিত্র উন্মোচিত হয়। নেদারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী পেশাজীবীদের প্লাটফর্ম  “K.onnect’’ উদ্বোধন করা হয়।

পূর্ণাঙ্গঅনুষ্ঠানদূতাবাসেরFacebookPage(https://fb.watch/2pXXAVybdR/)এবংYouTubeChannel (https://www.youtube.com/watch?v=C1qBZ5-PWpI) এ সম্প্রচারিত হয় যা ৪৪২ জন ভিউয়ারস প্রত্যক্ষ করেন।

এস এস