ন্যাভিগেশন মেনু

আন্তর্জাতিক শান্তি দিবসের অনুষ্ঠানে সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা


একুশে সেপ্টেম্বর বেইজিংয়ে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে একটি শুভেচ্ছাবার্তা পাঠান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

বার্তায় সি বলেন, “বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি জটিল ও সতত পরিবর্তনশীল। বিশ্ব নতুন বিপ্লবের যুগে প্রবেশ করেছে। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে আমি বিশ্বের নিরাপত্তার প্রস্তাব করেছি। আমি বিভিন্ন দেশকে একটি সাধারণ, ব্যাপক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণা মেনে চলার আহ্বান জানাই। জাতিংসঘের সংবিধান ও নীতিমালা মেনে চলতে এবং বিভিন্ন দেশের বৈধ নিরাপত্তা-উদ্বেগের ওপর গুরুত্ব দিতে হবে। সংলাপের মাধ্যমে দেশগুলোর মধ্যে মতভেদ ও সংঘর্ষ সমাধান করতে হবে এবং যৌথভাবে শান্তি সুরক্ষা ও শান্তিপূর্ণ উন্নয়ন ত্বরান্বিত করতে হবে, যাতে মানবজাতির ভাগ্যের অভিন্ন সম্প্রদায় গড়ে তোলা যায়।”

সি আরও বলেন, এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘বিশ্বের নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়ন এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা’। জাতিসংঘের সংবিধান অনুসারে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ধারণা সুরক্ষা করতে হবে। - সূত্র: সিএমজি