ন্যাভিগেশন মেনু

আবরার হত্যার সাক্ষ্যগ্রহণ পেছালো


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী অসুস্থ থাকায়ে এই সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) নিহত আবরারের পিতা বরকত উল্লাহ অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আগামী ৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত একটানা সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

এ মামলার তিন আসামি পলাতক রয়েছে। আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন ডিবি পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন - মেহেদী হাসান রাসেল, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিয়ন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।

সিবি/এডিবি