ন্যাভিগেশন মেনু

আমফানের প্রভাব কমায় ৪৮ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বন্দর


আমফান গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় মহাবিপদ সংকেত নামিয়ে ফেলা হয়েছে। এর সুবাদে ৪৮ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই জাহাজ আসা শুরু হয়েছে ও কনটেইনার খালাসও স্বাভাবিকভাবেই চলছে।

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম বন্দরে আবহাওয়া অফিস মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে।  

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম জানান, ‘আমফানের কারনে যে ১৯টি জাহাজ আমরা জেটি থেকে বের করে দিয়েছিলাম, সেগুলোকে আবার প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বন্দর থেকে কনটেইনার খালাস চলছে। চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনও ঢুকতে শুরু করেছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিক-কর্মচারিরা।’

এমআইআর/ ওআ