ন্যাভিগেশন মেনু

আমাদের উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিতে হবে: পাটমন্ত্রী


‘আমাদের উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বুধবার (৪ নভেম্বর) অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার খাত ভিত্তিক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমাদের উদ্যোক্তা তৈরিতে  বিশেষ গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে। এটি একেবারেই সঠিক কথা। আমাদের ব্যাকোয়ার্ড লিংকেজ শিল্পে উদ্যোক্তা তৈরির সম্ভাবনা প্রচুর। তারা যেমন স্থানীয় শিল্পকে সহায়তা করতে পারে, তেমনি বিদেশে পণ্য রফতানি করে আয়ও করতে পারে। তাছাড়া শ্রমিকের উৎপাদনশীলতা এবং দক্ষতা বাড়াতে ভোকোশনাল ট্রেনিং ইনস্টিটিউট বাড়াতে হবে।’

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের আয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এস এ/ওআ