ন্যাভিগেশন মেনু

আমেরিকানদের ঐক্যের আহ্বান জানিয়েছেন জো বাইডেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, ভোটাররা তাকে ‘বোধগম্য বিজয়’ দিয়েছে।

বাইডেন বলেন, বাইবেল আমাদের কাছে সব কিছু বলে দেয়। এখন সময় এসেছে আমেরিকা গড়ার, বীজ বপন করার, কষ্টের ফসল কাটার এবং আমেরিকার ক্ষত নিরাময়ের।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে ডেলাওয়্যারের উইলমিংটন থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণ প্রদানকালে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।

রিপাবলিকানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন, আমি আজ রাতে আপনাদের হতাশাকে বুঝতে পারি।

তিনি উভয় পক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘এখন কঠোর বাকবিতণ্ডা দূরে সরিয়ে, উত্তেজনা কমিয়ে, একে অপরকে আবার দেখা, একে অপরের কথা শুনতে হবে। আমাদের প্রতিপক্ষকে আমাদের শত্রু হিসেবে বিবেচনা করা বন্ধ করতে হবে। তারা আমাদের শত্রু নয়। তারা আমেরিকান।’

আমেরিকানদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, আপনারা আমার উপর যে আস্থা ও আত্মবিশ্বাস রেখেছেন তা দেখে আমি সম্মানিত হয়েছি। আমি এমন এক প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি রাখছি - যিনি বিভক্তি করতে চাইবেন না, একত্রিত হবেন; যিনি লাল রাজ্য এবং নীল রাজ্য দেখেন না, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেন। আপনাদের সবার আস্থা অর্জনের জন্য আমাকে মন দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘আমি আমেরিকার সত্ত্বা ফিরিয়ে আনার জন্য, এই জাতির মেরুদণ্ড, মধ্যবিত্ত শ্রেণির পুনর্গঠন এবং আমেরিকাকে আবারও বিশ্বজুড়ে সম্মানিত করতে এবং ঘরে ঘরে ঐক্যবদ্ধ করতে - হোয়াইট হাউসে আসতে চেয়েছি।’

জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচত হওয়ার পর তার প্রথম কাজ হবে মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা।

তিনি বলেন, একমাত্র মহামারি নিয়ন্ত্রণে আমরা আবার জেগে উঠতে পারি। আগামী সোমবার কোভিড পরিকল্পনা গ্রহণ করতে এবং কার্যকর পদক্ষেপ নিতে পরামর্শদাতা হিসেবে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একটি গ্রুপ করবো। যা ২০ জানুয়ারি, ২০২১ থেকে কাজ শুরু করবে।

করোনা নিয়ন্ত্রণে তিনি কোনো প্রচেষ্টা বাকি রাখবেন না বলেও জানান বাইডেন।

সিবি/এডিবি/