ন্যাভিগেশন মেনু

ভ্যাকসিন বিতরণের জন্য জরুরি অনুমোদন চেয়েছে মর্ডানা


যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মর্ডানা তাদের উৎপাদিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন বিতরণের জন্য মার্কিন সরকারের কাছে জরুরী অনুমোদন চেয়েছে। অনুমতি পেলেই তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপে টিকা দেওয়া শুরু করবে।

মডার্না জানিয়েছে, অনুমতি পেলে ইউরোপেও ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে টিকা দেওয়ার কাজ।

ট্যুইট বার্তায় মডার্না জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিন ‘এমআরএনএ-১২৭৩’ এর জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের আবেদন করেছে মর্ডানা। মডার্নার ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

অনুমোদন সাপেক্ষে,স্বাস্থ্যকর্মীরা ডিসেম্বরের মাঝামাঝি ভাইরাস নির্মূলে এই ভ্যাকসিনের ব্যবহার শুরু করবে।

মর্ডানা জানায়, তাদের ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর বলে জানিয়েছে। তারা ৩০ হাজার জনের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের পর এই ফলাফল নিশ্চিত করেছেন।

অন্য এক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ফাইজারও জরুরি অনুমোদনের অপেক্ষায়। যুক্তরাষ্ট্রে নুতন অতিমাত্রার সংক্রমণের মাঝে, অনুমোদন চাওয়ার খবর এখন সবচাইতে বহুল আলোচিত বিষয়।

এডিবি/