ন্যাভিগেশন মেনু

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়বে না: এনবিআর চেয়ারম্যান


আগামী ৩০ নভেম্বরের পর আর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কেউ ৩০ তারিখের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে আইনি উপায়ে পরবর্তীতে জমা দিতে (জরিমানা দিয়ে) পারবেন।’

জনবল সংকট এবং অটোমেশন কার্যত ব্যর্থ হওয়ায় অসন্তোষের কথা জানিয়ে তিনি বলেন, ‘অটোমেশনের নামে বাইরের প্রতিষ্ঠানের উপর নির্ভরতা বেড়ে গেছে। নিজেদের লোকবল তৈরির চেয়ে যন্ত্রপাতি কেনায় অগ্রগামী হয়ে গিয়েছি। এর দায় কার, তা নির্ধারণে অন্য একটি সংস্থাকে দায়িত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এনবিআরের দায় কি আমি নেবাে নাকি। অন্য সংস্থা নির্ধারণ করুক।’

এমআইআর/এডিবি