ন্যাভিগেশন মেনু

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল প্রায় চূড়ান্ত: নান্নু


আসছে জানুয়ারিতেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ নিয়ে কাজ এগিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দলও প্রায় চূড়ান্ত বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) মিরপুরের শেরেবাংলায় বাংলাদেশ ক্রিকেট প্রধান নির্বচক মিনহাজুল আবেদীন নান্নু এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘সফর যে কিছুটা সংক্ষিপ্ত হচ্ছে সেটাও অনেকটা নিশ্চিত। তিন টেস্টের একটি কমতে পারে। এমন কী দুটি টি-টুয়েন্টি ম্যাচ বাতিল হতে পারে। দেশের মাঠে টেস্ট সিরিজের জন্য ২০ জনের দল দেবে বিসিবি। ওয়ানডের জন্য ২১ জন। এটা আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি।‘

তিনি বলেন, ‘'এমন একটা পরিস্থিতি থেকে আমরা অভ্যস্ত হয়েছি ক্রিকেটে। এখনই সবকিছু শুরু করা কঠিন হবে। কারণ এই মহামারীর সময়ে অনেক কিছু মেনে চলতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা বলয়ে রেখে ক্রিকেট খেলতে হচ্ছে। তিনটা দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিলাম, এরপর এটা (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) চলছে। তারপর একটা গ্যাপ আছে এই সময়টায় লংগার ভার্সন ক্রিকেট হবে। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এই সময়ে টুর্নামেন্ট আয়োজন করা। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা ভালো করেছি। এটা ভালোভাবে শেষ করতে পারলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো।’

এমআইআর/ওআ