ন্যাভিগেশন মেনু

ইনটেলের চেয়ারম্যান হলেন বাংলাদেশি ওমর ইশরাক


মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল করপোরেশনের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি ওমর ইশরাক।

গত ১৫ জানুয়ারি পরিচালনা পর্ষদের সভায় বর্তমান চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্টের পদত্যাগের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

তিনি এতদিন ইনটেলের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ইনটেল ছাড়াও ৬৪ বছর বয়সী ইশরাক মেডিকেল প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মেডট্রনিকের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব লন্ডনের কিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইনজিনিয়ারিংয়ের ওপর বিএসসি ও পিএইচপি সম্পন্ন করেন।

তিনি এশিয়া সোসাইটির ট্রাস্ট্রি বোর্ডেরও সদস্য। বৈশ্বিক পর্যায়ে তিনি নেতৃস্থানীয় একজন ব্যক্তি হিসেবে পরিচিত।

১৯৫৬ সালে জন্ম নেওয়া ইশরাকের বেশিদিন বাংলাদেশে থাকা হয়নি। তার বাবা সরকারি চাকুরে হওয়ার সুবাদে ঢাকা ও ইসলামাবাদ মিলিয়ে থাকতে হয়েছে।

স্বাধীনতার পর পুরো পরিবার চলে আসে ঢাকায়। উচ্চমাধ্যমিক পাসের পর ১৭ বছর বয়সে উচ্চতর লেখাপড়ার উদ্দেশ্যে চলে যান বিলেত।

নিজের ক্যারিয়ার গড়েছেন চিকিৎসা-প্রযুক্তিবিদ হিসেবে। ১৯৮০ সালে যোগ দেন ক্যালিফোর্নিয়ার ফিলিপস আলট্রাসাউন্ডে। চিকিৎসাযন্ত্র উদ্ভাবনের পাশাপাশি বিপণন বিভাগেও কাজ করেন।

পরে যোগ দেন এলবিট আলট্রাসাউন্ডে। ১৯৯৫ সালে চলে যান জেনারেল হেলথ কেয়ারে। ২০১১ সালে সেখান থেকে চিকিৎসাযন্ত্র নির্মাতা মেডট্রনিকের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন। তিনি এশিয়া সোসাইটি ও মিনেসোটা পাবলিক রেডিওর বোর্ড অব ট্রাস্টির সদস্য

ওআ/ এস এস