ন্যাভিগেশন মেনু

ইলেকটোরাল ভোটে এগিয়ে বাইডেন, তবুও জয় নিয়ে শঙ্কা


গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে।সবারই প্রশ্ন কে জিতবেন, ট্রাম্প না বাইবেন। বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কিছু ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল হাতে এসেছে। এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ৯৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। 

মিডিয়ার খবর অনুযায়ী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২০৯টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১১২টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। তবে বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। 

টেক্সাস, ফ্লোরিডা, জার্জিয়া, পেনসিলভানিয়া, ওহিও, নর্থ ক্যারোলিনার মতো রাজ্যে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে সার্বিক ফলাফলে তাঁর জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। টেক্সাসে ইলেকটোরাল ভোট আছে ৩৮টি, ফ্লোরিডায় ২৯টি, জর্জিয়ায় ১৬টি, পেনসিলভানিয়ায় ২০টি, ওহিওতে ১৮টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি, মিশিগানে ১৬টি, উইসকনসিনে ১০টি। এসব রাজ্যগুলোর সবকটিতে ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে। জো বাইডেন এগিয়ে রয়েছেন এরিজোনা, আইওয়া, মিনিসোটা ও মেইন রাজ্যে। 

এগুলোর মধ্যে এরিজোনায় ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি, আইওয়াতে ৬টি, মিনিসোটাতে ১০টি এবং মেইনে ৪টি। এই রাজ্যগুলোর সবকটিতে জয় পেলেও বাইডেনের ঝুলিতে জমা পড়বে ২৪০ ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট। তবে ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও পপুলার ভোট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। 

তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ৪ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ২৯৮টি ভোট। বাইডেনকে ভোট দিয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৮১ হাজার ১৭৩ জন ভোটার।যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবার নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব অঙ্গরাজ্য। আটটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হচ্ছে। এগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা। আটটি অঙ্গরাজ্যে কোন প্রার্থীর অবস্থান কেমন তা নিয়ে পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে যথাক্রমে ২০টি, ১০টি ও ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। 

এগুলোতে বাইডেন বড় ব্যবধানে এগিয়ে আছেন। আইওয়া ও ওহাইওতে যথাক্রমে ৬টি ও ১৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। এই দুই জায়গায় ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। 

ওআ/