ন্যাভিগেশন মেনু

মার্কিন নির্বাচন

ইলেকটোরাল ভোট: বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪


মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে এখন পর্যন্ত বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রার্থীর। হোয়াইট হাউসের ক্ষমতা পাওয়ার লড়াই জমে উঠেছে। মার্কিন নির্বাচনে লড়ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। ভোটগ্রহণ শেষে হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে এখন ফলের অপেক্ষায় সময় গুনছেন দুই প্রার্থীর সমর্থকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশ এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে ৫০টি ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত জো বাইডেনের ঝুলিতে পড়েছে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট রিপাবলকিক্যান প্রার্থী ট্রাম্প ২১৪টিতে ইলেকটোরাল কলেজের ভোটে পেয়ে পিছিয়ে রয়েছেন।

এদিকে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, ‘ইলেক্টোরাল ভোটের পাশাপাশি জনগণের ভোটেও এগিয়ে আছেন বাইডেন । যেখানে এখন পর্যন্ত বাইডেন শিবিরে ভোট পড়েছে ৭ কোটি ২০ লাখ ৭৫ হাজার ৭৫৬টি। অন্যদিকে, ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৮৬ লাখ ১৮৭টি ভোট।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন উইসকনসিন অঙ্গরাজ্যের পর এবার মিসিগানেও জয় পেয়েছেন। এই দুই রাজ্যের ২৬টি ইলেকটোরাল কলেজের ভোট পড়েছে তার ঝুলিতে। বাইডেনের জয়ের জন্য প্রয়োজন ২৭০। আর মাত্র ছয়টি পেলেই ইতিহাস গড়বেন বাইডেন।

মিসৌরি অঙ্গরাজ্য ও কেনসাসে ট্রাম্প বাইডেনকে পেছনে ফেলেছেন। অপরদিকে কলোরাডো, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।

এছাড়া নেব্রাস্কা, লুইজিয়ানা, নর্থ ডেকোটা এবং সাউথ ডেকোটায় ট্রাম্প এগিয়ে আছেন। আর নিউ মেক্সিকো, নিউইয়র্কে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে আছেন বাইডেন।

ইন্ডিয়ানা, আরকানসাসে বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে আছেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ট্রাম্প।

অপরদিকে, ম্যাসাচুসেটস এবং নিউ জার্সিতে এগিয়ে আছেন বাইডেন। এসব রাজ্য অবশ্য বরাবরই ডেমোক্র্যাটদের দখলে থাকে। গত নির্বাচনেও হিলারি ক্লিনটন এগুলোতে জয় পেয়েছিলেন।

ওকলাহোমা অঙ্গরাজ্যে ট্রাম্প, রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, দেলাওয়ার, ইলিনয়েস এবং মেরিল্যান্ডের ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক সংখ্যা ২৭০। জিতলে হলে যেকোন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

এমআইআর/ওআ

আরও পড়ুন: 

ইলেকটোরাল ভোটে এগিয়ে বাইডেন, তবুও জয় নিয়ে শঙ্কা

ট্রাম্প জিতলে দেশ ছাড়ার ঘোষণা তারকাদের

নিজেকে জয়ী দাবি করলেন ট্রাম্প

ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট মুছে দিলো টুইটার কর্তৃপক্ষ

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ,আটক ৩

ভোট বন্ধে সুপ্রিমকোর্টে দারস্থ হতে যাচ্ছেন ট্রাম্প