ন্যাভিগেশন মেনু

মার্কিন নির্বাচন

ইলেকটোরাল ভোট: বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪


মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জয়ের দ্বারপ্রান্তে বাইডেন। হোয়াইট হাউসের ক্ষমতা পাওয়ার জন্য এবার মার্কিন নির্বাচনে লড়ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। ভোটগ্রহণ শেষে হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে এখন ফলের অপেক্ষায় সময় গুনছেন দুই প্রার্থীর সমর্থকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশ এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে ৫০টি ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত জো বাইডেনের ঝুলিতে পড়েছে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট রিপাবলকিক্যান প্রার্থী ট্রাম্প ২১৪টিতে ইলেকটোরাল কলেজের ভোটে পেয়ে পিছিয়ে রয়েছেন।

এদিকে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, ‘ইলেক্টোরাল ভোটের পাশাপাশি জনগণের ভোটেও এগিয়ে আছেন বাইডেন । যেখানে এখন পর্যন্ত বাইডেন শিবিরে ভোট পড়েছে ৭ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৩৭৮টি। অন্যদিকে, ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৫৩৭টি ভোট।’

জর্জিয়ার পাশাপাশি নেভাডা, পেনসিলভেইনিয়া ও অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। এসব রাজ্যের ফলাফলই নির্ধারণ করে দেবে দুই প্রার্থীর ভাগ্য।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক সংখ্যা ২৭০। জিতলে হলে যেকোন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

এমআইআর/ওআ