ন্যাভিগেশন মেনু

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না: পরিবহন সচিব


ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

রবিবার (২৪ এপ্রিল) সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান।

ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে ইতোমধ্যে যানজট শুরু হয়েছে। ঈদের আগে তো আরও বেশি সমস্যা হতে পারে। ভোগান্তি কমাতে সরকারের কী পদক্ষেপ রয়েছে- এ বিষয়ে সচিব বলেন, ‘এ করিডোরে অতীতের অভিজ্ঞতায় দেখেছি এখানে যানজট হয়। আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল- এই করিডোরেও যানজটের অভিজ্ঞতা আছে। বিআরটি করিডোরে মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে। ইতোমধ্যে আমরা রাস্তাটা চলাচলযোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন করেছি। আমরা সেখানে গাজীপুর সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সংশ্লিষ্টদের নিয়ে যৌথভাবে পরিদর্শনের ব্যবস্থা করেছিলাম। আমরা দেখেছি কী কী সমস্যা আছে।’

পরিবহন সচিব বলেন, বিভিন্ন জায়গার সংস্কার কাজ শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে। আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। এ ছাড়া গুরুত্বপূর্ণ কিছু জায়গার সংস্কার চলছিল। এ কাজ পরে শেষ করার কথা থাকলেও ঈদের জন্য বিবেচনা করে আগেই শেষ করা হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। সেটা বিবেচনা করেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি বসানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে সেটা মনিটরিং করা হবে বলে জানান নজরুল ইসলাম।

তিনি বলেন, যানজটের যে আশঙ্কা করা হচ্ছে আশা করছি সেটা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। ঘরে ফিরতে মানুষের ভোগান্তি হবে না।