ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে আশ্রয়ণ প্রকল্পে কৃষি উপকরণ বিতরণ


পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে অসহায়-ভূমিহীন ৩০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এই কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বহরপুরে আশ্রয়দের মাঝে আনুষ্ঠানিকভাবে (কৃষক-কৃষাণীদের) কৃষি উপকরণ বিতরণ করা হয়।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয়দের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. আবুল কালাম আজাদ, ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস, উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমূখ।

কৃষি উপকরণ বিতরণ শেষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন সদ্য হস্তান্তর নতুন বাড়ি ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। তিনি আশ্রয়দের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে বসবাসের উপদেশ দেন।

জেএইচ/সিবি/