ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে সিএনজি চালক খুন


পাবনার ঈশ্বরদীতে গাড়ি থামানো নিয়ে কথা কাটাকাটির জেরে মিজানুর রহমান স্বপন (৩৭) নামে এক সিএনজি চালক খুন হয়েছে।

মঙ্গলবার ( ৩ নভেম্বর ) বিকেলে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে এই হত্যাকান্ড ঘটে।

নিহত স্বপন উপজেলার মুলাডুলি ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। এই ঘটনায় দাশুড়িয়া ট্রাফিক মোড়ে কয়েকঘন্টা যানজটের সৃষ্টি হয় ও সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দাশুড়িয়া ট্রাফিক মোড় সংলগ্ন স্ট্যান্ডে সিএনজি সিরিয়ালের জন্য মিজানুর রহমান স্বপন তাঁর সিএনজি দাঁড় করায়। এতে ক্ষিপ্ত হয়ে দাশুড়িয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে কাশেম স্বপনের ওপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির শুরু হয়। এতে স্বপন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে দাশুড়িয়া ইউপি সদস্য ডাবলু ঘটনাস্থলে এসে স্বপনকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, দাশুড়িয়া পরিস্থিতি স্বাভাবিক। নিহত মিজানুর রহমান স্বপনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচ/ সিবি/ওআ