ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ৩৬ হাজার জাল ব্যান্ডরোল লাগানো বিড়ি জব্দ, আটক ২


পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া থেকে ৩৬ হাজার জাল ব্যান্ডরোল লাগানো বিড়ি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় এর সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) র‍্যাব-১২ জানায়, আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মিনি কাভার্ডভ্যান। মামলা দায়েরের পর আটকদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।

আটক দুইজন হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত শরিফুল বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩১) ও আতাউর রহমান মোহরের ছেলে আবু রাসেল (৩৫)।

র‍্যাব জানায়, ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলে বিড়ি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে দাশুড়িয়া ট্রাফিক মোড় সংলগ্ন খাজা হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টের সামনে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এ সময় আসামীদের ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যানে রাখা প্যাকেটে মোড়ানো কম্পিউটারে প্রিন্ট করা ‘পাখি স্পেশাল বিড়ি’ নামে বিড়িতে ৩৬ হাজার জাল ব্যান্ডরোল লাগানো বিড়ি জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক আসামি জুয়েল ও আবু রাসেল সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে জালিয়াতি করে কম্পিউটারে প্রিন্ট করা জাল ব্যান্ডরোল লাগানো বিড়ি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ, বিক্রয় করে আসছিল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, জাল ব্যান্ডরোলসহ আটক জুয়েল ও রাসেলের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেএইচ/এডিবি/