ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ৪৫ দরিদ্র পরিবারকে সোনালী ব্যাংকের অর্থসহায়তা


পাবনার ঈশ্বরদীতে সোনালী ব্যাংক দরিদ্র-অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে। 

দেশে চলমান করোনাভাইরাস সংকট মোকাবেলায় বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় ব্যাংকের ঈশ্বরদী শাখা উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ জন অসহায়-দরিদ্র মানুষকে এই সহায়তা দেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা প্রশাসন।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন ব্যাংকটির ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম। 

এ সময় বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম পিন্টু, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও বলেন, 'করোনাকালীন সরকার বিভিন্নভাবে সমাজের অসহায়, দরিদ্র পরিবার, নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসহায়তা, নগদ টাকা বিতরণ করে আসছে। যা বর্তমান সরকারের জন্য প্রশংসনীয় একটি দিক। মাননীয় প্রধানমন্ত্রী গরীব মানুষের কষ্ট লাঘবে যেমন নিজে কাজ করছেন, তেমনি তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাংকসহ সমাজের বিত্তবান মানুষদের উৎসাহিত করেছেন। সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখা সে লক্ষে এই অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে।'

এ সময় তিনি ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলাম জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ জন অসহায়-দরিদ্র মানুষের প্রত্যেককে দুই হাজার করে মোট ৯০ হাজার টাকা বিতরণ করা হয়। 

জেএইচ/এডিবি/