ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদী সরকারি কলেজ শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’-প্রত্যয়ে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় ‘ঈশ্বরদী সরকারি কলেজ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কলেজের প্রধান ফটকের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকিরুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজা খাতুন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মুরালী মোহন দাস, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তহমিনা শারমিন, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার সিরাজুল ইসলাম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল, জাহাঙ্গীর আলম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক অসীম কুমার পালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. জাকিরুল হক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি কোনো রকমের অন্যায় ও অসম্মান হতে দেব না। তাঁর মর্যাদা অক্ষুন্ন রাখতে আমরা সব সময় সচেষ্ট থাকবো।

সিবি/এডিবি