ন্যাভিগেশন মেনু

উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে


কয়েকদিনের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, তাদের পূর্বাঞ্চলীয় উপকূল বরাবর সমুদ্রে একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটে।

বিবিসি জানায়, এমন সময় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা ঘটলো যখন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে জানায়, আত্মরক্ষার খাতিরে পিয়ংইংয়ের অস্ত্র পরীক্ষার অধিকার কেউ অস্বীকার করতে পারে না।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে দেশটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, তারা উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে অবগত। তবে তা মার্কিন বা তাদের মিত্রদের প্রতি কোনও হুমকি সৃষ্টি করেনি।

অন্যদিকে মঙ্গলবার জাপানের গণমাধ্যম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানায়, নিক্ষেপিত বস্তুটি হয়তো কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কিম জং-উন এর ক্ষমতাধর বোন কিম ইয়ো-জং যে বিবৃতি দিয়েছেন, এতে পিয়ংইয়ংয়ের কোনও উদ্দেশ্য রয়েছে কী না তা বিশ্লেষণ করে দেখতে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুন জে-ইন। সূত্র: বিবিসি

এডিবি/