ন্যাভিগেশন মেনু

নেইমার মাঠে ফিরতে পারবেন জানুয়ারিতে


ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোতে খেলার সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোড়ালিতে চোট পায়। এতে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) এ মৌসুমের খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। কিন্তু সব শঙ্কা পেরিয়ে নেইমার মাঠে ফিরতে পারবেন জানুয়ারিতে।

নেইমার চোটটা পেয়েছেন স্ত্রাসবুর্গের বিপক্ষে ফ্রেঞ্চ কাপে শেষ ষোলোতে ২-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে।

পিএসজি জানিয়েছে, ‘নেইমারের চোটটা এখনও রয়েছে। যে জন্য তার চিকিৎসা চলছে। তবে আশা করা হচ্ছে, নেইমার জানুয়ারিতেই ফিরতে পারবে।’

লিওঁর বিপক্ষে ১৩ ডিসেম্বর পার্ক দু প্রিন্সেসে ম্যাচের যোগ হওয়া সময়ে নেইমারকে বাজে এক ট্যাকল করেছিলেন লিওঁ মিডফিল্ডার থিয়াগো মেন্দেস। তখন ডান পায়ের পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়ে।

ম্যাচটা অবশ্য পিএসজি হেরেও গিয়েছিল ১-০ গোলে। ওই ট্যাকলে শাস্তি হিসেবে লাল কার্ডও দেখেন মেন্দেস।

এই মুহূর্তে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারই।

ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি খেলতে পিএসজি ওল্ড ট্রাফোর্ডে যাবে আগামী ১২ ফেব্রুয়ারি। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ ৬ মার্চ।

ওয়াই এ/এডিবি