ন্যাভিগেশন মেনু

উরুগুয়ের বিপক্ষে ড্র করল আর্জেন্টিনা


আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে গত শুক্রবারের ম্যাচ দিয়ে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। ফিরেই আলো ছড়াতে শুরু করেছেন এই তারকা। তার করা গোলে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

এবার দলকে জেতাতে পারেননি, তবে যোগ করা সময়ে গোল করে আর্জেন্টিনাকে হার থেকে বাঁচিয়েছেন মেসি। মেসির পাশাপাশি গোল পেয়েছেন আগুয়েরোও। উরুগুয়ের গোল দুটি এসেছে এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজের পা থেকে।

আক্রমণভাগে মেসি ও আগুয়েরোর পাশে ছিলেন জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালাও। ৪-৩-৩ ফরমেশনে শুরু থেকেই উরুগুয়ের ওপর চেপে বসে আর্জেন্টিনা। তবে প্রথম গোল পেয়েছে উরুগুয়েই। দুর্দান্ত এক প্রতি আক্রমণে লুইস সুয়ারেজের পাস থেকে ৩৪ মিনিটে গোলটি করেছেন এডিনসন কাভানি।

আরো পড়ুনঃ

বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানালেন মাশরাফি-মুশফিক

বিরতি থেকে ফিরে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠেন মেসিরা। শেষ পর্যন্ত আর্জেন্টিনা সমতায় ফেরে ৬৩ মিনিটে। গোলের উৎস সেই মেসিই। মেসির দারুণ ফ্রি-কিকে হেডে সমতাসূচক গোলটি করেন আগুয়েরো।

শেষদিকে বক্সের মধ্যে উরুগুয়ের এক খেলোয়াড় হ্যান্ডবল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৯২ মিনিটে সেটিকে গোলে রূপ দেন মেসি। জাতীয় দলের জার্সিতে যেটি মেসির ৭০তম গোল। এ ম্যাচ ড্র করার মাধ্যমে সর্বশেষ ৭ ম্যাচেই অপরাজিত থাকল আর্জেন্টিনা।

এমআইআর