ন্যাভিগেশন মেনু

উৎসব ছাড়াই ঈশ্বরদীতে পাঠ্যবই বিতরণ


করোনাভাইরাস পরিস্থিতির কারণে পাবনার ঈশ্বরদী উপজেলায় এবার উৎসব ছাড়াই কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ১০ শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান বিশ্বাস।

শহরের কলেজ রোড আকবরের মোড়ে সাংসদের বাসভবনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - নবনির্বাচিত ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, পৌর মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ প্রমুখ।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলায় মাধ্যমিক স্কুল ৪৮ ও মাদ্রাসা রয়েছে ১৮টি। সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০০ ও কিন্ডার গার্টেন এবং অন্যান্য মিলে আরও ১২৪টি স্কুল রয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক মিলে মোট ২৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ হাজার ৯৮০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ২৭ হাজার ৭১৫টি নতুন পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে। এর মধ্যে মাধ্যমিকে ৪ লাখ ৪৭ হাজার ৫০০ ও প্রাথমিকে রয়েছে ১ লাখ ৮০ হাজার ২১৫টি বই।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মৃণাল কান্তি আজকের বাংলাদেশ পোস্টকে জানান, করোনার কারণে ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ও প্রতিটি বিদ্যালয়ে বুথের মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। যেসব শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি তাদের পক্ষে অভিভাবকেরা স্কুলে গিয়ে বই নিয়েছেন। মাধ্যমিকেও একইভাবে বই বিতরণ করা হয়।

জেএইচ/এডিবি