ন্যাভিগেশন মেনু

একবস্ত্রে মাইনাস ৪৫ ডিগ্রিতে ধ্যানমগ্ন সন্যাসী


ইচ্ছেশক্তির কাছে সব কিছুই তুচ্ছ। স্বাভাবিক ভাবে যা অসম্ভব মনে হয়, চোখের সামনে তা দেখলে অবাক হতেই হয়। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের হিমালয় পাদদেশে। যেখানে ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছে প্রকৃতির শক্তি!

ধ্যানে মোক্ষ লাভ হয়। সঠিক উপায়ে ধ্যান করলে অসম্ভবকে সম্ভব করা যায়। তবে সেই উপায়টা জানা কঠিন। সাধু-সন্ন্যাসীরা ধ্যানের মাধ্যমে বহু অসাধ্য সাধন করেছেন, অসম্ভবকে সম্ভব করেছেন এমনটা শোনা যায়। এবার বাস্তবে দেখা গেলো এমনই একটি ভিডিও যা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে এক সাধু শুধুমাত্র একটি কৌপিন (একবস্ত্র) পরিধান করে মাইনাস ৪৫ ডিগ্রি তাপমাত্রায় বরফে বসে ধ্যান করছেন। চারিদিকে ধূ ধূ বরফ। সাধুর পাশে বসে আছে একটি কুকুর।

এই ভিডিওটি ধারণ করেছেন সেনাবাহিনীর এক সদস্য। হিমালয়ের ওই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি। তারই মধ্যে বরফ কেটে কষ্ট করে গাড়ি চালিয়ে হিমালয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন সেনারা ৷ 

ওই সাধুকে দেখে গাড়ি থামিয়ে দেয় তাঁরা। তারপর আস্তে আস্তে তাঁর কাছাকাছি গেলেই ধ্যান ভঙ্গ হয়ে যায় সন্ন্যাসীর। বিরক্ত হয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে সেই স্থান ত্যাগ করেন ওই জটাজুটধারী সন্ন্যাসী।

ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা। 

এডিবি/ এস এস