ন্যাভিগেশন মেনু

এমসি কলেজে ধর্ষণ: আরও ২ আসামির ডিএনএ সংগ্রহ


সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় তারেকুল ইসলাম ও মাহফুজুর রহমান নামের আরও দুই আসামির ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশ পাহারায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে গ্রেপ্তার ছয়জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টবর ) দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ পাহারায় তাদের হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তাদের সেখান থেকে আবার পুলিশ পাহারায় নিয়ে আসা হয়।

এর আগে বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) ল্যাবে সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান ওরফে শাহ রনি, মো. রাজন ও আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

এমসি কলেজ ছাত্রাবাসে গত ২৫ সেপ্টেম্বর রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৭ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা করা হয়। মামলার এজাহারের বাইরে আরও দুই-তিনজনকে আসামি করা হয়। এ পর্যন্ত এই মামলায় পুলিশ ও র্যাব মোট আটজনকে গ্রেপ্তার করেছে। আটজনকেই রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিবি/এডিবি