ন্যাভিগেশন মেনু

এসএসসি ও সমমান পরীক্ষার ফল রবিবার


আগামী রবিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সে দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফলাফল ঘোষণা করবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

শুক্রবার (২৯ মে)  শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১২টায় একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

এর আগে ২১ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুবুর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৩১ মে প্রকাশিত হবে।

তিনি আরও বলেন, ফলাফল জানতে শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে না। তারা এসএমএসের মাধ্যমে জানতে পারবে। ফলাফল প্রকাশের আগে ওয়েবসাইটে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ৩ ফেব্রুয়ারি ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ওআ/