ন্যাভিগেশন মেনু

এসএসসি ফলাফলে পাসের হারে দিক থেকে ফের সেরা রাজশাহী বোর্ড


দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারের দিক থেকে এবারও এগিয়ে রয়েছে রাজশাহী বোর্ড।

রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। গত বছরও রাজশাহী শিক্ষা বোর্ড পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ থাকায় দেশসেরা হয়েছিল এই বোর্ড।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।

রবিবার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন। পরে সকাল ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রাজশাহী বোর্ড সূত্রে জানা গেছে,  রাজশাহী বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল দুই লাখ ১৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে এক লাখ ৮০ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

অন্যান্য বোর্ডের পাশের হার - ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ শতাংশ,  কুমিল্লা বোর্ড ৮৫.২২ শতাংশ, যশোর বোর্ডে ৮৭.৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯.৭০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুর বোর্ড ৮২.৭৩ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮২.৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৭২.৭০ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।

ওয়াই এ/ এডিবি