ন্যাভিগেশন মেনু

এসময় খুশখুশে কাশি ও জ্বর হলে যা করবেন


যেহেতু মরণব্যাধি করোনার উপসর্গের মধ্যেও জ্বর-ঠাণ্ডার বিষয়টিই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তাই সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ছেন মৌসুমী এই রোগবালাই নিয়েও।

এসময় আপনার যদি জ্বর, ঠাণ্ডা, কাশি এসব লক্ষণ দেখা দেয় তবে প্রথমেই ভাবুন আপনি কি বিদেশ থেকে ফিরেছেন? কিংবা কোনো বিদেশির সংস্পর্শে গিয়েছেন? যদি তা না হয় তবে এতোটা ভয়ের কারণ নেই।

পাশাপাশি গরম পানির ভাঁপ নিন সঙ্গে প্যারাসিটামল খেলেই এই সমস্যা দুই-একদিনের মধ্যে কমে যাবে। তবে দীর্ঘদিন যদি এসব লক্ষণে ভুগেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এদিকে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, এই পরিস্থিতিতে দুটো কাজ করুন সবার আগে আতঙ্কিত না হয়ে প্রথমেই নিজেকে অন্যদের থেকে আলাদা করে নিন। আর নিয়মিত হাত পরিষ্কার রাখুন। এক্ষেত্রে হাত সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধুয়ে নিন।

সবচেয়ে ভালো হয় নিজেকে একটা ঘরে রাখা অর্থাৎ কোয়ারেন্টাইনে থাকা। তাহলেই সংক্রমণ ঠেকানো সম্ভব। 

ওআ/এডিবি

আরো পড়ুন: