ন্যাভিগেশন মেনু

কক্সবাজার সমুদ্র সৈকত খুলে দেওয়া হবে ১৭ আগস্ট থেকে


করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকার দীর্ঘ পাঁচ মাস পর আগামী ১৭ আগস্ট থেকে শর্ত-সাপেক্ষে সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, হোটেল-মোটেলসহ সব পর্যটন কেন্দ্র।

বুধবার (৫ আগস্ট) রাতে জেলা প্রশাসনের পর্যটন সেলের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘসময় বন্ধ ছিলো কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, সহস্রাধিক বার্মিজ দোকান ও ৫ শতাধিক রেস্তোরাঁ। যার কারণে পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক কর্মচারী-কর্মকর্তা বেকার ও বাধ্যতামূলক ছুটিতে যান।

এর আগে গত ১ আগস্ট বিনোদন কেন্দ্রগুলো খুলে দিতে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খানের নেতৃত্বে হোটেল-মোটেল ও পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

এডিবি/