ন্যাভিগেশন মেনু

কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদযাপিত হলো ‘কুয়াশা উৎসব’


মানুষ সবকিছুতে একটু বৈচিত্রতা পছন্দ করে এবং খোঁজে। বৈচিত্রহীন জীবন তো একঘেয়ে হয়ে থাকে। বৈচিত্র ছাড়া জীবন পানশে। তাই নতুন কিছু করতে সবারই পছন্দ বৈচিত্রতা। এবছর তীব্র শীতে এই সময়ে বৈচিত্র খুঁজতে সামনে এলো ‘কুয়াশা’।

এই কুয়াশাকে ঘিরে, কুয়াশাকে সাদরে গ্রহণ করতে এবং পাশাপাশি শীতকে বরণ করে নিতে ময়মনসিংহ জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে উদযাপিত হলো ‘কুয়াশা উৎসব।’

শীতের কুয়াশা ও শীতের সৌন্দর্যকে তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী 'কুয়াশা উৎসব' উদযাপিত  হয়েছে। রবিবার বিকালে 'কুয়াশায় সু আশায় কহ কুশলাদি'-এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমধর্মী এ 'কুয়াশা উৎসব' বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়।

সোমবার বিকেলে শেষ হয় এ উৎসব। কুয়াশাকে ঘিরে এ বৈচিত্র্যধর্মী উদ্যোগটি নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কুয়াশা উৎসবে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ, বই মেলা, সাহিত্য আড্ডা, সঙ্গীত, নৃত্য, কবিতা, আবৃত্তি, স্ট্যান্ড-আপ কমেডি, আদিবাসী নৃত্য, নজরুল ট্রিবিউট প্রোগ্রাম, দৈত্যদলের গান, শিকল মিউজিক্যাল টিম, ইন্সটুলেশন আর্ট, পারফরমেন্স আর্ট ছিল।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড দল বাংলা ফাইভ, স্বরব্যাঞ্জ ও মাদল'র পরিবেশনা। কুয়াশা উৎসবের জন্য গত ১ ডিসেম্বর থেকে প্রচারণা ও অর্থ সংগ্রহ করা হয়। ক্যাম্পাস ঘুরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে, গান পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানেও অর্থ সংগ্রহ ও প্রচারণার কার্যক্রম চালানো হয়। এই কুয়াশা উৎসবটিকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন হয়ে উঠেছিলো আনন্দমুখর। কুয়াশা উৎসবের দ্বিতীয় দিন উদযাপনের মধ্যে দিয়ে শেষ হয় এই আনন্দ উৎসবটি।

এস এস