ন্যাভিগেশন মেনু

করােনায় মারা গেছেন জি ২৪ ঘণ্টার সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়


করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কলকাতার সাংবাদিক তথা বাংলা সাংবাদিকতার অন্যতম মুখ অঞ্জন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬। 

পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচন-পর্বের মধ্যেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন অঞ্জন বন্দ্যেপাধ্যায়। গত ১৪ এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। বেসরকারি হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকার পর সেরে উঠেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফুসফুসে সংক্রমণ বাড়তে থাকায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখান থেকে আর ফিরতে পারেননি বাংলা সাংবাদিকতার অন্যতম প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় মুখ। রবিবার রাত ৯টা ২৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্ম বর্ধমান জেলায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি আনন্দবাজার পত্রিকায় যোগ দিয়েছিলেন। তারপর সংবাদপত্রের জগত ছেড়ে বাংলা টেলিভিশনের ইতিহাসে এক নয়া যুগের সূচনা করেছিলেন অঞ্জন। ইটিভি, আকাশ বাংলায় নিজের ছাপ রেখেছিলেন। দীর্ঘদিন ২৪ ঘণ্টায় ছিলেন। সেখান থেকেই আনন্দবাজার অনলাইনে সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। বাংলার বিধানসভা নির্বাচনের আগে আবারও ফিরে আসেন ২৪ ঘণ্টায়। 

এডিবি/