ন্যাভিগেশন মেনু

করোনায় দেশে একদিনে ৩২ জনের প্রাণহানি


করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৩৮৩ জনে পৌঁছেছে।

একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট সনাক্ত হলো ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি।

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৬৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এমআইআর/এডিবি