ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো ৩১২৮ জনের


ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। গত দিনের তুলনায় আজ সংক্রমণ আরও কিছুটা কমেছে।

সোমবার (৩১ মে) সকালে করোনাভাইরাস পরিস্থিতি জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ৫২৯ জন।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় তিন সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ২০ লাখের ঘরে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা সংক্রমণ কমছে। একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টা রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪২ জন। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৬৬ হাজার ২৪০ জন। এই রাজ্যে সুস্থতার হার ৯১. ৯৩ শতাংশ।

এস এ/এডিবি/