ন্যাভিগেশন মেনু

করোনা: ভারতে গত ২৪ ঘণ্টায় ৯২৬ জনের মৃত্যু


করোনাভারইরাসের অন্যতম হটস্পট ভারতে এখন পর্যন্ত লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সনাক্ত হয়েছ প্রায় ৭০ লাখ মানুষ। গত ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ি এই ভাইরাস আক্রান্ত হয়ে দেশটিতে আরও ৯২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ রোগে মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৪১৬ জনের।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় ৭৩ হাজার ২৭২ জন কভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

সিবি/এডিবি