ন্যাভিগেশন মেনু

করোনার কাছে হেরে গেলেন চিত্রশিল্পী মুর্তজা বশীর


দেশের বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর করোনার কাছে হেরে গেলেন। 

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজধানী ঢাকার বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তিনি মারা যান৷ তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷

শিল্পীর মেয়ে মুনিরা বশীর জানান, সকাল ৯টা ১০মিনিটে মুর্তজা বশীর মারা যান।প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। 

মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর রক্তাক্ত আবুল বরকতকে যাঁরা হাসপাতালে নিয়ে যান, মুর্তজা বশীরও তাঁদের মধ্যে ছিলেন।

এস এস